ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনারে যুব দিবস

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনারে যুব দিবস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের উদ্যোগে অনলাইনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) রাতে দিবস উপলক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইয়ুথ এনগেজমেন্ট অন গ্লোবাল অ্যাকশন’ শীর্ষক একটি ওয়েবিনার হয়েছে। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উইমেন পিস ক্যাফের সভাপতি মাহমুদা সুলতানা স্বর্ণা।

বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা, ক্ষমতায়ন, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় কাজ করা এই প্ল্যাটফর্মটি প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেন। আলোচনার বিষয় ছিল ‘ইয়ুথ এনগেজমেন্ট অন গ্লোবাল অ্যাকশন’। 
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন উইম্যান পিস ক্যাফের সাধারণ সম্পাদক মেশকাতুল জিনান নিলুফা।

সেমিনারে বক্তা ছিলেন উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর, লোকপ্রশাসন বিভাগ সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, মেন্টর ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মোস্তফা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ এবং নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম । 

আরও যুক্ত ছিলেন সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট টিমের নিলুফা সুলতানা শ্বেতা, রওনক জাহান মৌশি প্রমুখ।
 

জাককানইবি/আশিকুর/মাহি

রাইজিংবিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়