ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কবিতা: আমার বঙ্গবন্ধু

নাসির উদ্দিন সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৩ আগস্ট ২০২০   আপডেট: ১৬:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০
কবিতা: আমার বঙ্গবন্ধু

খোলা আকাশের নিচে বসে,
ভাবছি তাঁর কথা।
যিনি সোনার বাংলার নেতা,
আমাদের জাতির পিতা;
পরাধীন বাংলায় এনেছিলেন স্বাধীনতা।

 
মনে পড়ে তাঁর ঐ ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণ,
অসহযোগ আন্দোলন, স্বাধীনতা ঘোষণার কথা।
বাঙালিকে শিখিয়েছিলেন নের্তৃত্ব, সততা,
মানবিকতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও জবাবদিহিতা।


যখনই তিনি অন্ধকারে আলো ফেললেন,
তখনই চলে গেলেন কাঁদিয়ে সবাইকে।
বলেছিল অনেকে, প্রাণ সংশয় আছে তোমার মুজিব!
বিশ্বাস করে বলেছিল, বাঙালি জাতি আমাকে হত্যা করবে না।

বলেছিলেন, বিশ্বাসঘাতকতা করবে না ওরা,
আমি যে ওদের পিতা।
কিছু বেঈমান, মীরজাফররা,
পিতাকে দুকন্যা বাদে সপরিবারে করলো হত্যা।

স্বপ্ন ছিল গড়ে তুুলবেন সোনার বাংলা,
তা হতে দিলো না।
তাইতো এখন,
সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন,
তাঁরই অগ্নি কন্যা শেখ হাসিনা।

শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

ঢাকা/ মাহফুজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়