ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে অনলাইন আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২০  
শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে অনলাইন আলোচনা সভা

মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‘৬২-এর শিক্ষা আন্দোলন ও বর্তমান শিক্ষাব্যবস্থা’ শিরোনামে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শাখা ছাত্র মৈত্রীর ফেসবুক গ্রুপে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুশান্ত রায় এবং ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের শাখা সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।

এ বিষয়ে শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি শামিমুল ইসলাম সুমন বলেন, ‘মহান শিক্ষা দিবসের ইতিহাস ও উদ্দেশ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা আন্দোলনের নেতৃত্বদানকারীরা যেহেতু অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকছেন, তাই আমরা তাদের থেকে সঠিক ইতিহাসটা জানতে পারবো। সেই সাথে শিক্ষা আন্দোলন ও বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করি।’

ইবি/নাহিদ/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়