ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২০  
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর বাঁচতে চায়

নূর মোহাম্মদ সাগর, সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে লড়ছেন জীবনের সঙ্গে। 

বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবে। কিন্তু এখন নিজেকে বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ সাগরের কাছে।

২০১৮ সালে দেশের বাইরের একটি হাসপাতালে তার প্রথম চিকিৎসা হয়। সেখানে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয়বারের চিকিৎসায় আবারও ব্রেইন টিউমার ধরা পড়ে, যা এখন মরণব্যাধী ক্যান্সারে রূপ নিয়েছে।

বর্তমানে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার প্রয়োজন। চিকিৎসাবাবদ তার ৮-১০ লক্ষ টাকা প্রয়োজন। বর্তমানে এ পরিস্থিতিতে এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।

তাই সাগরকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার সহপাঠীরা। ময়মনসিংহ জেলার বাসিন্দা নূর মোহাম্মদ সাগর ময়মনসিংহ জিলা স্কুলের ‘২০১৩ ব্যাচ’-এর দিবা শাখার শিক্ষার্থী ছিলেন। 

সাহায্য পাঠানোর ঠিকানা-

বিকাশ-০১৭১১২৩৩৯০১ ও ০১৯৫৪৭৭৩৭১২।

উত্তরা ব্যাংক, ছোট বাজার, ময়মনসিংহ শাখা, মো. হুমায়ুন কবির, সঞ্চয়ী হিসাব-১১১০১১১১৭১৫।

শাবিপ্রবি/মাসুদ/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়