RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

প্রতিবন্ধীদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ 

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২০  
প্রতিবন্ধীদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ 

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংশপ্তক’-এর উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চন্ডিপুর দাখিল মাদ্রাসায় ৩০ জনের অধিক প্রতিবন্ধীর মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সূধাংশু শেখর বিশ্বাস, স্থানীয় বাজারকেন্দ্রীক চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চন্ডিপুর বাজার কমিটির সভাপতি মনোয়ার হোসেন, হেব্বি গ্রুপের প্রধান নির্বাহী জাহান লিমন, স্থানীয় দাখিল মাদ্রাসার সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ। 

এছাড়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল সরকার। বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশে করোনাভাইরাসের কারণে দিন এনে দিন খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে বিপাকে পড়েছেন অসহায় প্রতিবন্ধীরা। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় সংশপ্তক পরিবারের এ উদ্যোগ।’

ঝিনাইদহ/মামুন/মাহি

সর্বশেষ

পাঠকপ্রিয়