ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেরোবির মূল ফটকের নকশা চূড়ান্ত 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২০
বেরোবির মূল ফটকের নকশা চূড়ান্ত 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের নকশা অবশেষে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে প্রধান ফটক নির্মাণের জন্য শিক্ষার্থীদের কাছে নকশা সম্পর্কে মতামত চাওয়া হয়। শিক্ষার্থীদের পাঠানো আইডিয়া থেকে দেশের বিশিষ্ট স্থপতিদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের মতামতের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে নকশা চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ সাদ সিদ্দিকের পাঠানো প্রধান ফটকের নকশার আইডিয়া চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং পূর্ত পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ।  

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রসাশন একটা নকশা ঠিক করলে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে নকশাটি বাতিল করে। এরপর আগ্রহী ব্যক্তিদের কাছে নকশা আহবান করা হয়। দীর্ঘ সময় যাচাই-বাছাই করে নকশা চূড়ান্ত করা হয়।

বেরোবি/হিমেল/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়