RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১০ ১৪২৭ ||  ০৮ রবিউল আউয়াল ১৪৪২

শাবিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২০  
শাবিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট সদর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় প্রায় ৭০ কেজি কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনের লেকে এ পোনামাছ ছাড়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন। 

এছাড়া শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। 

আশফাক আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। করোনা টেস্ট করার ক্ষেত্রে শাবিতে করোনা ল্যাব স্থাপন ও নির্ভুল টেস্ট করার বিষয়টি সিলেটবাসীকে অনেক স্বস্তি দিয়েছে।’ 

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মৎস্য অধিদপ্তরের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের প্রায় ত্রিশ বছর বয়সে এই প্রথম পোনামাছ অবমুক্তকরণের মতো এমন একটি কর্মসূচি পালিত হলো।’ 

শাবিপ্রবি/মাসুদ/মাহি

সর্বশেষ

পাঠকপ্রিয়