ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিজ্ঞা

আন্তনী সজীব  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১০ অক্টোবর ২০২০  
প্রতিজ্ঞা

প্রতিজ্ঞা

আমি কিন্তু কোনো কালেও 
তোমার প্রতীক্ষায় বসে থাকবো বলে
প্রতিজ্ঞা করিনি তোমার কাছে।

আমি শুধু কয়েকবার তোমার কাছে গিয়ে
বা তোমার কানের কাছে মুখ নিয়ে
খুব গোপনে বলতে চেয়েছিলাম যে,
আমি তোমাকে ভালোবাসি।
তোমার কান হতে আমার মুখের দূরত্ব 
এত কমাতে চেয়েছিলাম, 
যেন ভালোবাসি কথাটি উচ্চারণের
সঙ্গে সঙ্গে তোমার অন্তর শুষে নেয়।

আমি ভুল ছিলাম 
আমি তোমার কাছাকাছি বা কানের কাছে
পৌঁছাতে পারিনি কভু।

তোমার চিন্তায় আমি ছিলাম না জানি,
সেটা অন্যকারো দখলে ছিল। 
আমি নগন্য ছিলাম, অন্তত তোমার কাছে।
আমি আজ তোমার প্রতীক্ষা করি হয়তো। 
তুমি চাইলে আসতে পারো এ হৃদে।
যদিও আমি প্রতীজ্ঞা করিনি,
তোমার প্রতীক্ষায় বসে থাকবো।

তুমি ধূসর মেঘের আড়ালে আনন্দ লুকাও
আর আমি তা লুণ্ঠন করতে
ডাকাত সাজতে চাই না।
আমি কবিতা লিখি, কবি নই
গান গাই, শিল্পী নই
আমি তোমার ধূসর বিষন্নতার আড়ালে
সবটুকু আনন্দ ভোগ করতে
আসিনি কভুও।
শুধু তোমার আনন্দের উচ্ছিষ্ট আমি,
আস্বাদন করতে চাই।
আকাশ যেমন উচ্ছিষ্ট ঢেলে দেয়
বৃষ্টি সাজিয়ে, ধূসর মেঘের আড়াল হতে
আমি তোমার ধূসর মেঘের আচ্ছাদনে
মুড়ে, চিরকাল তোমার থাকতে চাই।

কবি: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়