ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরি জাতীয়করণের দাবিতে মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন 

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৩৩, ১৭ অক্টোবর ২০২০
চাকরি জাতীয়করণের দাবিতে মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন 

সরকারি কলেজের মাস্টাররোল কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের কর্মচারীরা।

শনিবার (১১ অক্টোবর) সকালে কলেজের সামনে এ মানববন্ধন হয়। এসময় কয়েক দফা দাবি তোলেন তারা। 

বক্তারা বলেন, কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। করোনা মহামারিতে আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। বাজারে গেলে ৫০০ টাকার নিচে বাজার করা যায় না। আমরা যে টাকা পাই, তাতে জীবনযাপন করা সম্ভব নয়।

দাবিগুলো হচ্ছে- সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের দিন থেকে চাকরি জাতীয়করণ করতে হবে, জাতীয়করণের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, চলমান কর্মচারীর চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে, নতুন পদ সৃষ্টি করে কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ, কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা করা যাবে না। 

দাবি না মানলে কঠিন কর্মসূচির ডাক দেবেন বলে মানববন্ধন থেকে জানান কর্মচারীরা।

ঢাকা/সোহাগ/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়