ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবিতে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৮ অক্টোবর ২০২০  
রাবিতে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

প্রতি বছরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের অংশ হিসেবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লিসাইয়া মেহ্জবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

স্কুলের শিক্ষক দেবশ্রী মন্ডল ও শাম্মি আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরী জাকারিয়া, আই ই আর পরিচালক প্রফেসর গোলাম কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর অধ্যাপক এম. এ বারী।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হন। 

রাবি/সাইফুর/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়