ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোবিপ্রবিতে বিজ কেস ২০২০ প্রতিযোগিতা 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২২ অক্টোবর ২০২০  
নোবিপ্রবিতে বিজ কেস ২০২০ প্রতিযোগিতা 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের আয়োজনে হতে যাচ্ছে ‘বিজ কেস-২০২০’ প্রতিযোগিতা। 

বিজনেস সম্পর্কিত সমস্যা সমাধান, নেতৃত্বদানের গুণাবলী বিকাশ ও প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

করোনা মহামারির কারণে প্রতিযোগিতাটি অনলাইনে হবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। ওয়ার্কশপ হবে ২৯ অক্টোবর, প্রথম রাউন্ড ১ নভেম্বর, দ্বিতীয় রাউন্ড ৭ নভেম্বর ও ফাইনাল রাউন্ড ১৪ নভেম্বর হবে।

প্রতিযোগিতায় নোবিপ্রবির ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীরা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জনের টিম আকারে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবে এবং টিমের সদস্যদের একই বিভাগের হতে হবে। এতে চ্যাম্পিয়ন টিম পাবে ৫০০০ টাকা, প্রথম রানারআপ পাবে ৩০০০ টাকা, দ্বিতীয় রানারআপ পাবে ২০০০ টাকা।

রেজিস্ট্রেশন লিংক- https://bit.ly/34hklsW

নোবিপ্রবি/ফাহিম/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়