ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অসহায় মিনা-করিমনের পাশে ‘চলো স্বপ্ন ছুঁই’

নুরুন্নবী জুয়েল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৫ অক্টোবর ২০২০  
অসহায় মিনা-করিমনের পাশে ‘চলো স্বপ্ন ছুঁই’

অসহায় মানুষের মলিন স্বপ্নগুলোকে আলোকিত করার প্রত্যয়ে কাজ করে চলেছে রংপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুরের মিনা ও করিমন বেগমের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। 

রংপুরের মর্ডানমোড় এলাকার শেখপাড়া গ্রামে থাকেন বিধবা মিনা বেগম। ১১ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই কাঁধে তুলে নিয়েছেন সংসারের বোঝা। তার স্বল্প আয়ে সন্তানদের ভরণপোষণের পাশাপাশি লেখাপড়ার ব্যয়ভার বহন করতে যখন অপারগ মিনা বেগম, তখন সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’-এর তরুণরা।

সংগঠনের উদ্যোগে স্মাইলস গ্রুপের সহায়তায় মিনা বেগমের পরিবারে ৫ জোড়া ডিম পাড়া হাঁস উপহার দেওয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহতাসিম আবশাদ জিসান, সহ-সভাপতি আবু সায়েম সরকার ও অর্থ সম্পাদক নুরুন্নবী জুয়েলসহ আরও অনেকে।

একই এলাকার আসরতপুর গ্রামের করিমন বেগম। বিধবা নিঃসন্তান এই মায়ের সারাজীবনের দায়িত্ব নিয়েছে ‘চলো স্বপ্ন ছুঁই’। সেইসঙ্গে তার থাকার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করে সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করা সংগঠনের তরুণরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন সমাজের কল্যাণে। 

রংপুর/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়