ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্মলের রঙ-তুলির আঁচড়ে জীবন্ত ক্যানভাস

কেএম হিমেল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৯ নভেম্বর ২০২০   আপডেট: ১২:২১, ৯ নভেম্বর ২০২০
নির্মলের রঙ-তুলির আঁচড়ে জীবন্ত ক্যানভাস

নির্মল। কলেজ পড়ুয়া তরুণ। আঁকাআঁকিতে বেশ মনোযোগী। সামনে যা পান সেটিকেই আঁকার অনুসঙ্গ বানিয়ে নেন। তাঁর রঙ-তুলির আঁচড় ইতোমধ্যে অনেকের মন জয় করেছে। তিনি পেশাদার হতে চাননি। হতে চেয়েছেন শখের ক্যানভাসের চিত্রশিল্পী। বলছি কুষ্টিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র শ্রী নির্মল কুমার বিশ্বাসের কথা। 

করোনা মহামারিতে কলেজ বন্ধ। ঘরবন্দি এই সময় কখনো আঁকছেন গ্রাম-বাংলার আঁকাবাঁকা মেঠো পথ, অবার কখনো আঁকছেন সাগর-নদীর ছবি, কখনোবা জোৎস্না রাতের চাঁদের হাসিসহ নানা বিষয়কে রঙ-তুলির আঁচড়ে বাস্তবের কাছাকাছি রূপ দিয়েছেন নির্মল। 

বোন তৃপ্তি বিশ্বাসের আঁকা ছবি দেখে দেখে তিনি শিখেছেন। তাঁর অনুপ্রেরণায় বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুকে জল-রঙে সাজিয়ে তুলেছে অপরূপ সৌন্দর্যে। ইতোপূর্বে অনেক প্রতিযোগিতায় নির্মল অংশগ্রহণ করে ছিনিয়ে নিয়েছেন অনেক পুরুস্কার। গত বছর বিজয় দিবসে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ছবি অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। 

নির্মল বলেন, ‘একটি সুন্দর ছবি শুধু মনের প্রশান্তিই দেয় না, খুলে দেয় মানুষের মনের হাজার দুয়ার, দেয় প্রকৃতিকে ভালোবাসার অনুসঙ্গ। ছবি দেখে মানুষ অনেক সময় প্রতিবাদী হয়ে ওঠে, আবার অনেক সময় সমাজকে নতুন চিন্তা-ভাবনা করতে শেখায়।’ 

‘ঢাকা অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করা আমার স্বপ্ন। যাতে ভবিষ্যতে অনেক বড় চিত্রশিল্পী হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারি, সবার আশীর্বাদ চাই।’    

লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

বেরোবি/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়