ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভর্তিযুদ্ধ: দিন শেষে ‘আঁতেলরাই’ বিজয়ী হয় 

মইনুল হাছান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১১ নভেম্বর ২০২০  
ভর্তিযুদ্ধ: দিন শেষে ‘আঁতেলরাই’ বিজয়ী হয় 

করোনাকালীন পরিস্থিতিতে সারাবিশ্বের শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সবচাইতে বেশি প্রভাব পড়েছে এবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের উপর। 

এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থেকে অনেক শিক্ষার্থীরই বই-পুস্তকে ধুলো জমে গেছে। সেই অনিশ্চয়তার যখন অবসান হলো, তখন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা নামক এক মহাযুদ্ধের সম্মুখীন। অবস্থাটা এমন যেন শিয়ালের হাত থেকে বাঁচার পর এখন বাঘের মুখোমুখি। এই বাঘের হাত থেকে বাঁচার অস্ত্র হলো পড়াশুনা, অধ্যবসায় আর কৌশল।

এবারের রেজাল্টের হিসেব-নিকেশে একটি জটিলতা তৈরি হয়েছে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় জেএসসি ও এসএসসির রেজাল্ট সমন্বয় করে একটি জিপিএ দেওয়া হবে। এই জটিলতার মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই জিপিএর উপর নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপযুক্ত মূল্যায়নের জন্য বাকি বিশ্ববিদ্যালয়গুলোও হয়তো এমন সিদ্ধান্ত নেওয়ার কথাই ভাবছে। 

এই পরিস্থিতিতে তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তাদের জিপিএ নিয়ে চিন্তা করাটা বোকামিই হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এমন একটি পদ্ধতিতে পরীক্ষা নেবে, যেন উপযুক্ত মূল্যায়নের মধ্য দিয়ে যোগ্যতম শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পায়। তোমাদের দায়িত্ব নিজেকে প্রস্তুত করা। যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা।

এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। অফলাইনে কোচিং বন্ধ থাকার কারণে অনেকেরই প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে। অনলাইনে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা দুঃসাধ্য। এ কারণে বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ টপিক ভালোভাবে বোঝা কঠিন হয়ে যায়৷ এটাও মাথায় রাখতে হবে, সব পরীক্ষার্থীরই একই পরিস্থিতি। এই সীমাবদ্ধতার মধ্যেও যারা যথাযথ প্রস্তুতি নিতে পারবে, ভর্তিযুদ্ধে এগিয়ে থাকবে তারাই।

এবার আসি রেজাল্টের প্রসঙ্গে-

জেএসসি এসএসসির জিপিএ কম? তো কী হয়েছে? এত ভেঙে পড়ছো কেন? আসল লড়াই তো সামনে!

পিএসসি থেকে শুরু করে জেএসসি, এসএসসি সবগুলো পরীক্ষাতেই সব সাব্জেক্টে এ+ মানে গোল্ডেন নিয়ে উত্তীর্ণ হয়ে যদি বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে নিজের আসন নিশ্চিত করা না যায়; তাহলে এই রেজাল্ট কোনো কাজেই আসবে না। গোল্ডেন না পেয়ে বা কম জিপিএ নিয়ে তোমার চাইতে ভালো পজিশনে অনেকেই যাবে। আবার অনেকেই ভালো জিপিএ নিয়ে কোত্থাও চান্স না পাওয়ার দলে রয়ে যাবে৷

অনেক ভালো রেজাল্ট নিয়ে অনেকেরই যখন পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিক্যালে চান্স হবে না, ঠিক তখনই তুমি ভালো একটা সাব্জেক্টে লিডিং বিশ্ববিদ্যালয়ে পড়বা যদি তোমার দম থাকে!

তুমি নিজেকে যে জায়গায়, যেখানে দেখতে ভালোবাসো সেখানে থেকেই তুমি সব চাইতে ভালো করতে পারবে। একটা জীবনে নিজের সেটিসফেকশনটাই আসল। নিজে ঠিক করো নিজেকে কোন পজিশনে দেখতে চাও। যদি থাকে দৃঢ় প্রতিজ্ঞা ও মনোবল, যদি ভর্তি পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়টা যথাযথভাবে ব্যাবহার করতে পারো, তবে ভর্তি পরীক্ষা নামক মেধার খেলায় জিতবে তুমিই। তোমার জন্য হাতছানি দিচ্ছে দেশসেরা প্রতিষ্ঠানগুলো। যেখানে নিজের ও পরিবারের স্বপ্নপূরণের অপার সম্ভাবনা রয়েছে।

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও দেশজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তোমার জন্য আসন পেতে রেখেছে।

শোন, তোমাকেই বলছি, যদি শেষ রাউন্ডে জয়ী হতে চাও,

চাও যদি বিজয়ের হাসি হাসতে,

যদি থাকে হোঁচট খেয়েও গা ঝেড়ে দৌঁড়ে বিজয়ী হওয়ার দৃঢ় মনোবল,

তবে শুরু করে দাও পুরোদমে পড়াশোনা।

শুধু দুই মাস। এই দুই মাসের পরিশ্রমই তোমাকে সফল ও যোগ্যদের কাতারে স্থান দেবে। মনের সঙ্গে কথা বলো। আর কারো পরামর্শ নিতে যেও না।

তোমার যদি মনে হয় তুমি মেডিকেল/সায়েন্সের সাবজেক্টে লড়ার জন্য খুব বেশি প্রস্তুত নও, তাহলে আজই বদলাও তোমার সিদ্ধান্ত। সবাই সবকিছু হতে পারে না। তোমার পরিবার আর শুভাকাঙ্ক্ষী অনেকেই হয়তো চাইবে তুমি মেডিকেলে পড়ো, ডাক্তার হও। তুমি নিজেকে নিয়ে যা স্বপ্ন দেখো তাতেই চেষ্টা করো। যথাযথ প্রস্তুতি আর অধ্যাবসায় থাকলে সফল হবেই।

তুমি যদি এই শেষ সময়টুকু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান ও তোমার বিষয়ভিত্তিক পড়া আয়ত্ত করে খুব ভালো প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমার আসন সুনিশ্চিত। পরীক্ষা শেষে সবাই জানতে চাইবে তুমি কোথায় চান্স পেয়েছো। মেডিকেলের প্রস্তুতি নিয়েছি, তাই ভার্সিটিতে চান্স পাইনি টাইপের অজুহাত কেউ বিশ্বাস করবে না তখন।

তোমার মেধার মূল্যায়ন করবে তখনই, যখন তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। বিশ্বাস করো, তোমার আশেপাশের অনেকেই তাঁর প্রমাণ।

খুব সতর্কতার সঙ্গে টেকনিক্যাল হয়ে প্রস্তুতি নিতে হবে কিন্তু। দেখবে তোমার যেসব বন্ধু খুব পড়াশোনা করে, যারা মোবাইল, প্রেম, ফেসবুক, আড্ডাবাজি ছেড়ে টেকনিক্যালি পড়াশোনা করে ঢাবি/বুয়েট/মেডিকেল/চবি/রাবিতে চান্স পাবে; তাদেরকেই এত পড়ে বলে তোমরা আঁতেল বলতা! কিন্তু দিন শেষে ওই ‘আনসোশ্যাল’ আঁতেলরাই বিজয়ী হয়। ওরাই মাথা উঁচু করে বাঁচে।

তাই বলছি, এই দু’মাসের জন্য প্রয়োজনে আঁতেল হও। শুভকামনা পড়ুয়া ও পরিশ্রমীদের জন্য। দেখা হবে বিজয়ে...

লেখক: শিক্ষার্থী, অপরাধবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাবি/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়