ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাইডেনের জয়ে সহজ হবে উচ্চশিক্ষার দ্বার

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১১ নভেম্বর ২০২০  
বাইডেনের জয়ে সহজ হবে উচ্চশিক্ষার দ্বার

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন উইলমিংটনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘আমেরিকার উচ্চশিক্ষার জন্য সুদিন আসছে। শিক্ষকরা এবার হোয়াইট হাউজকে নিজেদের মনে করতে পারেন।’

ফলে আমেরিকার শিক্ষা সংশ্লিষ্টরা আশায় দিন গোনা শুরু করে দিয়েছেন। শিক্ষানুরাগী বাইডেনের সময়ে শিক্ষায় আরও বেশি জোর আসবে এমন ভাবনার আরেকটি কারণ ফার্স্ট লেডি জিল বাইডেন। জিল বাইডেন পেশায় একজন শিক্ষক যিনি বাইডেন দুইবার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তার শিক্ষকতা চালিয়ে গেছেন। ফার্স্ট লেডি থাকাকালীনও চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

আমেরিকান সংবাদমাধ্যম এনপিআর বলছে বড় পরিবর্তন আসতে চলেছে আমেরিকার উচ্চশিক্ষাখাতে। প্রেসিডেন্ট বাইডেন এরই মাঝে তাঁর নির্বাচনী ইশতেহারে উচ্চশিক্ষার জন্য দীর্ঘমেয়াদী ও বড় অঙ্কের পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন। যার অধীনে সরকারি কলেজগুলোতে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে, শিক্ষাঋণ মওকুফ করা হবে এবং কম আয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

বড় পরিসরে বলতে গেলে, ট্রাম্প সরকারের উচ্চশিক্ষানীতি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক ছিল না। বক্তৃতা হোক কিংবা পলিসি সবদিক থেকেই ট্রাম্প প্রশাসন কলেজগুলোর সাথে বৈরি ভাবাপন্ন ছিল এবং কলেজগুলো নিজস্ব নীতিতে চলায় তাদের উপর সরকারী নজরদারি খুবই কম ছিল।

সিটন হল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গবলেট বলেন, ‘আমেরিকার সরকারি-বেসরকারী, লাভজনক-অলাভজনক সব শিক্ষাপ্রতিষ্ঠান বাইডেনের জয়ে হাঁফ ছেড়ে বাঁচল।’

‘এদিকে পোস্টসেকেন্ডারি এডুকেশন সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস’ এর ডিরেক্টর অ্যান্টিয়েট ফ্লোরস বলেন, ‘এমন একটি প্রশাসন আসতে চলেছে যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে ভাববে। তারা জানে কলেজগুলোর মোটা টিউশন ফি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।’

তবে কিছু শিক্ষা বিশ্লেষক বলছেন, সিনেটে প্রতিনিধিত্ব করবে রিপাবলিকানরা। ফলে শিক্ষাব্যয় কমানো বা লোন মওকুফ করাটা সহজ হবে না। অন্য পলিসি বের করে সবার জন্য স্বল্প ব্যয়ে শিক্ষা নিশ্চিত করতে হবে।

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়