ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাতিষ্ঠানিক বর্ণবাদ রুখতে ৫০ কলেজের জোট গঠন

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৩ নভেম্বর ২০২০  
প্রাতিষ্ঠানিক বর্ণবাদ রুখতে ৫০ কলেজের জোট গঠন

যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ রুখতে ৫০ টিরও বেশি কলেজ জোট গঠন করেছে। শিক্ষাভিত্তিক ওয়েবসাইট এডুকেশন ডাইভ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান এর ভেতর বর্ণবাদ বন্ধ করে বৈচিত্রের প্রসারের লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে।

এই জোট দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 'রেইস এন্ড ইকুইটি সেন্টার' এর সাথে এক হয়ে ভার্চুয়াল মিটিং আয়োজনের মাধ্যমে কাজ করবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের মাঝে নানারকম সমীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী আচরণ সম্পর্কে বর্ণনা নেবে। এই জোটের সদস্য হতে প্রত্যেক প্রতিষ্ঠানকে বছরে ১৮ হাজার ডলার ফি দিতে হবে।

এমন একটি বছরে এসে আমেরিকাতে এক জোট গঠন হলো যেবছরের প্রায় পুরোটা সময়ে বর্ণবাদ ইস্যুতে উত্তপ্ত ছিল আমেরিকা। বিশেষ করে  দেশটির রাষ্ট্রীয় পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা নাড়া দিয়েছিলো পুরু বিশ্বকে।

এডুকেশন ডাইভ বলছে, এই জোট যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। 

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়