ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আংশিকভাবে স্কুল খোলার অনুমতি

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৭, ১৬ নভেম্বর ২০২০
ইন্দোনেশিয়ায় আংশিকভাবে স্কুল খোলার অনুমতি

ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাদেইম আনোয়ার মাকারিম৷ 

সম্প্রতি দেশটির পূর্ব নুসা টেংগ্রার রোটে নেদাও রাজ্য পরিদর্শনে গিয়ে এ অনুমতি দেন বলে খবর প্রকাশ করেছে ‘জাকার্তা পোস্ট’৷

শিক্ষামন্ত্রী নাদেইম বলেন, করোনা সংক্রমণের মধ্যে দেশটির গ্রিন ও ইয়েলো জোনে থাকা অঞ্চলগুলোতে সরাসরি শিক্ষাকার্যক্রম চালু করা যেতে পারে৷ তবে এ সিদ্ধান্ত নির্ভর করছে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল কমিটি, আঞ্চলিক প্রশাসন ও স্কুল প্রধানের ওপর।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদিও গ্রিন বা ইয়েলো জোনের শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসতে পারে, তবে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এই বিকল্পের সুবিধা নেওয়া বা না নেওয়া তাদের অভিভাবকদের উপরও নির্ভর করে।’ পাশাপাশি স্কুলগুলোতে স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশনা দেন তিনি। 

এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাস নেওয়ার ব্যাপারেও জোর দেওয়া হয়৷  

দেশটির যেসব শিক্ষার্থীর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার মতো সামর্থ্য নেই, তাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি খুবই শঙ্কিত যে, বর্তমান পরিস্থিতিতে এসব শিক্ষার্থী কিছুই অর্জন করতে পারছে না৷ বরং তারা পিছিয়ে পড়ছে৷’ এরই পরিপ্রেক্ষিতে দেশটির গ্রিন বা ইয়েলো জোনে থাকা অঞ্চলগুলোতে সরাসরি শিক্ষাব্যবস্থা পুনরায় চালু করার আহবান জানিয়েছেন তিনি৷

ঢাকা/নোবেল/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়