ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাইডেনের জয়ে সহজ হতে পারে আমেরিকার ‘স্টুডেন্ট ভিসা’

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৬ নভেম্বর ২০২০  
বাইডেনের জয়ে সহজ হতে পারে আমেরিকার ‘স্টুডেন্ট ভিসা’

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কয়েকবার বিদেশি শিক্ষার্থীদের ভিসার নীতিমালায় পরিবর্তন এনেছে। দেশটির বর্তমান রাজনৈতিক অবস্থায় নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তি সহজ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ভয়েস অফ আমেরিকা।

সদ্য নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট বাইডেনের ওয়েবসাইটে লেখা হয়েছে, শুধু শিক্ষার্থীদের জন্য নয়, অভিবাসী অধ্যুষিত আমেরিকা সবার জন্যই সহজ হবে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন বলছে, বাইডেন স্থায়ীভাবে আমেরিকায় কাজ করতে ইচ্ছুকদের জন্য ভিসাপ্রাপ্তি সহজ করবেন। গত দুই বছরে বিদেশি শিক্ষার্থী আসার পরিমাণ বেশ কমেছে দেশটিতে।

বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ওয়ান ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।  স্নাতক শেষ হওয়ার পরে, কেউ কেউ ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ (ওপিটি) প্রোগ্রামের জন্য আবেদন করেন, যা শিক্ষার্থীদের ১২ মাস পর্যন্ত দেশটিতে তাদের পড়াশোনার ক্ষেত্রভেদে কাজ করার সুযোগ দেয়। 

বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা গণিতে ডিগ্রিধারী শিক্ষার্থীরা তাদের ওপিটি ২৪ মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ পান।

ঢাকা/নোবেল/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়