ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২০  
যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ

প্রতিবছর আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পালন করে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ। নভেম্বরের তৃতীয় সপ্তাহে শিক্ষা নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য এই সপ্তাহ পালন করা হয়।

প্রতিবারের ন্যায় এবছরও ম্যারিমাউন্ট কলেজে পালিত হচ্ছে সপ্তাহটি। নভেম্বরের ১৬ তারিখ থেকে আয়োজনটি শুরু হয়েছে।

মেরিমাউন্ট কলেজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ আমেরিকার স্বরাষ্ট্র ও শিক্ষা বিভাগের একটি যৌথ উদ্যোগ। যেখানে আন্তর্জাতিক শিক্ষার সুবিধাদি ও বিশ্বব্যাপী সাংস্কৃতিক আদান প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সপ্তাহটি উদযাপনে এবছর নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। সেগুলোর মাঝে আমেরিকায় উচ্চশিক্ষার উপর ওয়ার্কশপ, নেটফ্লিক্স দেখার আয়োজন, আন্তর্জাতিক শিক্ষার্থী ফোরামের পরিবেশনা, খাওয়ার প্রতিযোগিতা ও নাচের প্রতিযোগিতা রয়েছে।

ঢাকা/ নোবেল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়