ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাল্ট প্রাইজ: রেজিস্ট্রেশনের ভিত্তিতে ২য় চবি 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৩ নভেম্বর ২০২০  
হাল্ট প্রাইজ: রেজিস্ট্রেশনের ভিত্তিতে ২য় চবি 

আন্তর্জাতিক সংগঠন হাল্ট প্রাইজের আয়োজনে বিজনেস প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। চবিতে ৩০১টি টিম রেজিস্ট্রেশন করেছে। ৪০৫টি টিম নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি।

এ বিষয়ে হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, ‘আমরা তৃতীয় বারের মতো আমাদের ক্যাম্পাসে বিজনেস প্রতিযোগিতার আয়োজন করেছি ও আশানুরূপ সাড়া পেয়েছি৷ অন্যবারের মতো এবারও খুব ভালো করে আমরা আয়োজনটি সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।

প্রতিযোগিতার শিডিউল

এলিভেটর পিচ:

২৫ নভেম্বর, ২০২০।  ৬০ সেকেন্ডের মধ্যে প্রধান আইডিয়া প্রদান।

সেমিফাইনাল:

৮ ডিসেম্বর, ২০২০।  ৬ মিনিটের প্রেজেন্টেশন।

ফাইনাল:

১২ ডিসেম্বর, ২০২০।  ৬ মিনিটের প্রেজেন্টেশন।

উল্লেখ্য, জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন। ১২১টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংগঠনের সদস্যরা রয়েছেন। 

চবি/মাহবুব/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়