ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে তিতুমীর কলেজে রচনা প্রতিযোগিতা

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২৯ নভেম্বর ২০২০  
মুজিববর্ষ উপলক্ষে তিতুমীর কলেজে রচনা প্রতিযোগিতা

মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি(সতিকসাস)।

এতে সরকারি তিতুমীর কলেজের সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

মহামারি করোনাভাইরাসের কারণে ১ ডিসেম্বর দুপুর ১২টায় রচনা প্রতিযোগিতা অনলাইনে উদ্বোধন হবে। সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।

বিশেষ অতিথি থাকবেন উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা। মূল আলোচক থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শাজাহান সরদার। এছাড়াও প্রতিযোগিতার বিচারকরা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

বিচারকের দায়িত্বে থাকবেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মালেকা বিলকিস, সহকারী অধ্যাপক সালমা বেগম ও ব্যবস্থাপনা বিভাগের সরকারি অধ্যাপক ড. রাজিব আহসান।

কলেজের সাংবাদিক সমিতির পক্ষ থেকে রচনা প্রতিযোগিয়তায় অংশগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত একটি বার্তা ও ঠিকানা (ই-মেইল) সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। রচনা জমা দেওয়া যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। সমিতির পেজের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

রচনা জমা দেওয়ার মেইল- [email protected]

ঢাকা/নাজমুল/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়