ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুই কন্যার জন্য বাঁচতে চান আমিন

মামুন সোহাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:১০, ১ ডিসেম্বর ২০২০
দুই কন্যার জন্য বাঁচতে চান আমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা আমিন উল্লাহ ইনক্লুসিভ ফর ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (আইএনএম)-এর হিসাবরক্ষণ বিভাগে কর্মরত আছেন। পাঁচ বছর বয়সেই বাবাকে হারান তিনি। 

নিম্ন-মধ্যবিত্ত পরিবারটিতে আমিনই একমাত্র উপার্জনের উৎস। তা দিয়ে মা, স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যাকে নিয়ে আমিনের সুখের সংসার। ১৫ দিন ধরে সেই সুখের সংসারে সব হারানোর ভয়। ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে ৪১ বছর বয়সী আমিনের শরীরে। 

রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার কাউন্নাইর গ্রামের ছেলে আমিন মাস ছয়েক ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। দেশের বিভিন্ন হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু রোগ ধরা পড়ছিল না। সবশেষে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালের রিপোর্ট থেকে নিশ্চিত হয়েছেন তিনি ব্লাড ক্যান্সারেই আক্রান্ত।

চিকিৎসকরা বলছেন, বাঁচতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। বোনমেরু প্রতিস্থাপন করাতে হবে আমিনের। এতে খরচ হবে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করা নিম্ন-মধ্যবিত্ত পরিবারটির জন্য একেবারেই অসম্ভব। তাছাড়া পরিবারটি এখন অনেকটাই নিঃস্ব। 

আগে কখনো ভাবেননি কারও কাছে হাত পাততে হবে। কিন্তু পরিস্থিতি আমিনের পরিবারকে সেখানেই দাঁড় করিয়েছে। চিকিৎসার খরচ জোগাতে সহযোগিতা চেয়েছেন আমিনের স্ত্রী সাহিদা পারভিন। সমাজের বিত্তবান লোকেরা এগিয়ে এলে আমিনকে বাঁচানো সম্ভব, গোছানো পরিবারটিকে নিঃস্ব হয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব। 

পিঠাপিঠি স্কুলপড়ুয়া দুই কন্যা শিশু উমাইয়া ও উনাইসা বাবার খুব আদুরে, বাবার সঙ্গে খুব খাতির। বাবাকে ছাড়া ঘুমাতে পারে না। এসব ভেবেই দিশেহারা স্ত্রী সাহিদা পারভিন, আমিন না থাকলে কীভাবে সামলাবেন দুই কন্যাকে? কীভাবে তাদের বড় করে তুলবেন।

সাহিদা পারভিন বলছিলেন, ‘এখন বোনমেরু প্রতিস্থাপন করতে হবে। ডাক্তাররা বলেছেন এ জন্য ৪০-৪৫ লাখ টাকার প্রয়োজন। স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবান লোকজনের কাছে সাহায্য কামনা করছি। ছোট্ট দুই সন্তানকে আমি কী বলে বোঝাবো।’

আমিনের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- 

ব্যাংক অ্যাকাউন্ট নাম- Md. Fazlur Rahman

অ্যাকাউন্ট নম্বর- 163.101.28315

(ডাচ বাংলা ব্যাংক, যশোর ব্রাঞ্চ) 

বিকাশ- 01682969385 

নগদ- 01682969385 

রকেট- 016829693852

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়