RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৫ ১৪২৭ ||  ০৪ জমাদিউস সানি ১৪৪২

রাবিতে অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৩ ডিসেম্বর ২০২০  
রাবিতে অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

স্নাতক (সম্মান) শেষ বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দেন। প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়। ফলে দীর্ঘ সেশন জটে পড়ার আশঙ্কা করছি। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি-বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবির বিষয়ে উপাচার্যকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ নিয়ে আলোচনায় বসবে।’

রাবি/সাইফুর/নোবেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়