ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৩ ডিসেম্বর ২০২০  
সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু

সুইডেনে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপের হলো এসআই স্কলারশিপ। যার পুরো নাম সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপ। এই স্কলারশিপটিতে আবেদন গ্রহণ চালু হয়েছে। সুইডিশ ইন্সটিটিউট এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।

আবেদনটির দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদন করতে হবে। যার সময়সীমা ১৬ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি। দ্বিতীয় ধাপে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। যা করতে হবে ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে।

মূলত সুইডেনে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে। স্কলারশিপটির অধীনে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। সুইডেনে থাকার জন্য প্রতিমাসে ১০ হাজার সুইডিশ ক্রোনা বা প্রায় ১ লক্ষ টাকা দেওয়া হবে। ভ্রমণের জন্য এককালীন দেওয়া হবে ১৫ হাজার সুইডিশ ক্রোনা বা দেড় লক্ষ টাকা। পাশাপাশি, দেওয়া হবে স্বাস্থ্যবীমাও।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অন্তত ৩ হাজার ঘন্টা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

যে প্রোগ্রামে আবেদন করবেন সে প্রোগ্রামের আইইএলটিএস এর স্কোরসহ অন্যান্য চাহিদা পূরণ করতে হবে।

আবেদন ফরম ও অন্যান্য বিস্তারিত তথ্য সুইডিশ ইন্সটিটিউট এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়