ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইস্টার্ন ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রতিযোগিতার ফল ঘোষণা 

মিফতাউল জান্নাতি সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৫ ডিসেম্বর ২০২০  
ইস্টার্ন ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রতিযোগিতার ফল ঘোষণা 

ইস্টার্ন ইউনিভার্সিটির রাইটার্স ফোরামের আয়োজনে ‘দূরে যাওয়ার গল্প’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইন অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। 

রাইটার্স ফোরামের কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার কাজী তাহমিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ, ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার মো. রাফিউসসান।

ড. সহিদ আকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো লিখতে হলে চর্চা করতে হবে। পড়াশোনার পাশাপাশি রাইটার্স ফোরামের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।’  

এ সময় ইফতেখার মাহমুদ বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে প্রকাশ করার অন্যতম উপায় লেখা। সুন্দর লেখা দিয়ে যা উপস্থাপন করা যায়, অন্য কোনো কিছু্তে তা সম্ভব নয়। ’

এ সম্পর্কে কাজী তাহমিনা বলেন, ‘ছাত্রছাত্রীদের লেখালেখিতে আগ্রহী করতে রাইটার্স ফোরাম এমন আয়োজন নিয়মিত করে থাকে। করোনার আগেও ফোরামটি বইমেলা আয়োজনসহ নানা উদ্যোগ নিতো। শিক্ষার্থীদের উজ্জীবিত করতে, সৃজনশীল লিখালিখিতে উৎসাহিত করতে ও তাদের মধ্যে পাঠাভ্যাস তৈরি করতে রাইটার্স ফোরামের পক্ষ থেকে এধরনের উদ্যোগ আরও নেওয়া হবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে কবিতা আবৃতি করেন গার্গী চ্যাটার্জি ও নিত্যন চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন আফরোজা ইয়াসমিন মুক্তা ও নূরেম মাহ্পারা প্রাপ্তি। তাছাড়া নিজের লেখার দূরে যাওয়ার গল্পের কিছু অংশ পড়ে শোনান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিফতাউল জিন্নাতি সিনথিয়া। 

প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন মো. রাব্বি (সিএসই ডিপার্টমেন্ট), নূরেম মাহ্পারা প্রাপ্তি (আইন অনুষদ), রামিসা রিয়াজ রায়া (বাণিজ্য অনুষদ)।

বিজয়ীদের নাম ঘোষণা ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আতিকুর রহমান শুভ (প্রেসিডেন্ট ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম ও শিক্ষার্থী আইন বিভাগ)।

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়