ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জাপানে শিক্ষা’ নিয়ে সেমিনার  

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩১, ২০ জানুয়ারি ২০২১
‘জাপানে শিক্ষা’ নিয়ে সেমিনার  

জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, সরকারি বৃত্তি, পড়ালেখা ও জীবনযাপনের সুবিধা সম্পর্কিত তথ্য সরবরাহ করার লক্ষ্যে অনলাইনে ‘জাপানে শিক্ষা-২০২১’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টায় জুম অ্যাপের মাধ্যমে সেমিনারটি হবে। বাংলাদেশে জাপানি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ যৌথভাবে এ সেমিনারটির আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাপানি রাষ্ট্রদূত এইচ ই মি. নাওকি ইতো, সভাপতি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। 

এছাড়াও বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অ্যানিমেল সায়েন্স বিভাগের ড. হাফিজা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের ড. জাহাঙ্গির আলম, জাপানি দূতাবাসের এডুকেশন অ্যাডভাইজার ড. কাওসার আফসানা।

ঢাকা/সাফায়েত/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়