ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ববিতে প্রথমবারের মতো ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২১ জানুয়ারি ২০২১  
ববিতে প্রথমবারের মতো ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা 

প্রতিনিয়ত নতুন চিন্তা উদ্ভাবন ও বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বিশ্ব। নতুন উদ্ভাবনী চিন্তা ছাড়া প্রতিযোগিতামূলক এ বিশ্বে টিকে থাকাই দুষ্কর। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে নতুন আইডিয়া খোঁজতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করেছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’।

গত ১৫ জানুয়ারি ১৪ দলের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রতিযোগিতার ববি টিম সমন্বয়ক ইমরান হোসাইন।

আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা থেকে গুগল মিটের মাধ্যমে প্রতিযোগিতার মূল পর্ব সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

করোনা মাহামারির কারণে এ বছর অনলাইনেই সব কার্যক্রম সম্পন্ন হবে। এ সম্পর্কে ববি ক্যাম্পাস ডিরেক্টর বাহাউদ্দীন আবির বলেন, ‘‘তারুণরা পরিবর্তন চায়। তাদের ভেতরে অনেক ধরনের আইডিয়া আছে। দরকার একে তুলে ধরার সুযোগ, বিকশিত করার ফান্ডিং। আর সেই কাজটাই করছে হাল্ট প্রাইজ। 

হাল্ট প্রাইজের এবারের ট্যাগ ‘ফুড ফর গুড’। খাদ্য নিয়ে যে সঙ্কট দিন দিন বাড়ছে সাপ্লাই চেইন থেকে শুরু করে অর্গানিক সব সেক্টরে তার একটা সমাধান আসবে, এটাই প্রত্যাশা। সব দলের প্রতি অগ্রীম শুভকামনা।’’

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার মেন্টর ববি শিক্ষক আসিফ মইনুর চৌধুরী বলেন, ‘একজন শিক্ষার্থীর নিজেকে মেলে ধরা, নিজের প্রতিভা বিকাশের জন্য এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়া জরুরি। এদেশে এখন তারুণ্যের জোয়ার বইছে। তারুণ্যই আগামীর শক্তি। তারাই এনে দেবে আগামী দিনের সমাধান।’ 

এছাড়াও বিচারক প্যানেলের সদস্য বিইউ রেডিওর প্রতিষ্ঠাতা আবু ওবায়দা বলেন, ‘বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণের জন্য আইডিয়া জেনারেট করার যে প্রতিযোগিতা/অনুষ্ঠান হাল্ট প্রাইজের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিইউ রেডিও মিডিয়া পার্টনার হিসেবে হাল্ট প্রাইজের এই মহৎ উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আশাকরি হাল্ট প্রাইজ নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করে যাবে এবং বিইউ রেডিওর পক্ষ থেকে সবসময় শুভকামনা রইলো।’

ববি/মাসুম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়