RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১২ ১৪২৭ ||  ১১ রজব ১৪৪২

প্রতিবন্ধী এশার পাশে এক বিন্দু আলো 

হাসান সিকদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৪, ২৩ জানুয়ারি ২০২১
প্রতিবন্ধী এশার পাশে এক বিন্দু আলো 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রতিবন্ধী এশা আক্তারের (১৪) পাশে দাঁড়িয়েছে এক বিন্দু আলোর চেয়ারম্যান পারুল মাহবুব খান। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার আনেহলা ইউনিয়নের বাইশখাইল গ্রামের রফিকুল ইসলাম ও মা মরিয়ম বেগমের মেয়ে প্রতিবন্ধী এশা আক্তারকে এক বিন্দু আলোর ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক বিছানা, কম্বল ও নগদ অর্থ দেন।  

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুমন মাহবুব খান চৌধুরী ও তার সহধর্মিনী এক বিন্দু আলোর চেয়ারম্যান পারুল মাহবুব খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অনিক রহমান বুলবুল ও সদস্য শিউলী আক্তার। 

পারুল মাহবুব খান বলেন, এশা আক্তারের পাশে থেকে সব্বোর্চ সহযোগিতা করা হবে। এশাকে এক বিন্দু আলোর ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক বিছানা, কম্বল ও কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে এশাকে সর্বোচ্চ সহযোগিতা ও এশার চিকিৎসার জন্য সমস্ত দায়িত্ব নেওয়া হবে। আমরা অসহায় বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের সেবা দেই। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

টাঙ্গাইল/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়