ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:১০, ২৪ জানুয়ারি ২০২১
খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইবিতে মানববন্ধন

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রোববার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন তাঁরা।

‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার খেলা বন্ধ কর, পাবলিক বিশ্ববিদ্যালয় কি শুধু বহিষ্কারের জন্য?, কথায় কথায় শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার বন্ধ কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় রায়হান বাদশা রিপন, আব্দুর রউফ, জি কে সাদিক, মোস্তাক আহমেদ, হেনায়েত কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো একটিও রাষ্ট্রের বিরুদ্ধে যায়নি। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের জায়গা হয়, তাহলে শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ের কথা বলে বহিষ্কার হবে কেন? বিশ্ববিদ্যালয়গুলো যেন বহিষ্কারের কারখানা হয়ে গেছে। 

তারা অবিলম্বে ওই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে। তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে খুবি প্রশাসন। 

ইবি/নাহিদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়