ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চবির ভর্তি পরীক্ষা শুরু ২২ জুন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২১
চবির ভর্তি পরীক্ষা শুরু ২২ জুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষার্বষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে শুরু হবে। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়। এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষার্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত ৪র্থ সভার সিদ্ধান্তক্রমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২-২৪ জুন ও ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এ সম্পর্কে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, তারিখ ঠিক করা হলেও কোন ইউনিটের পরীক্ষা কবে নেওয়া হবে তা ২৪ ফেব্রুয়ারি আরেকটি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাছাড়া গত বছরের মতো এবারও সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

চবি/ইলমা/মাহি  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়