ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আন্তর্জাতিক শিক্ষার্থীদের শত ভাগ স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড

মো. মঈন উদ্দিন সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
আন্তর্জাতিক শিক্ষার্থীদের শত ভাগ স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড

বিদেশি শিক্ষার্থীদের জন্য শত ভাগ স্কলারশিপের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড সরকার। 

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি কর্মসূচির অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আবেদনের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে যোগ্য আইরিশ যে কোনো অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবেদনকৃত শিক্ষার্থীরা এক বছরের অধ্যয়নের জন্য ৬০টি ভিন্ন ভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত হবেন। এটি নন-ইইউ/ইইএ উভয় দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 

সরকারের জিওআই-আইইএস স্কিম ২০২১-এর লক্ষ্য হচ্ছে অংশীদার দেশগুলোর সঙ্গে আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সুসম্পর্ক তৈরি করা। এই স্কিমটি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ অর্থায়নে পরিচালিত। আশা করা হচ্ছে, এটি সব সম্ভাবনাময় ও মেধাবি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পছন্দের দেশ হিসেবে আয়ারল্যান্ডের পরিচিতির পক্ষে বার্তা হিসেবে কাজ করবে। তাছাড়া এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার এবং আয়ারল্যান্ডের জন্য দক্ষ কর্মী পাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতে পারে।  

শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে-

১. শিক্ষাপরবর্তী কর্মক্ষেত্রের সম্ভাবনা 
২. নন ইইউ/ইইএ দেশগুলোতে কাজের জন্য আবেদনের ক্ষেত্রে মূল্যবান সার্টিফিকেট প্রাপ্তি
৩. উন্নত পরিবেশে উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের কাছ থেকে শিক্ষাগ্রহণ
৪. এটি মূলত স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের স্কলারশিপ। তাই শিক্ষার্থীরা পাচ্ছেন ১ বছরের জন্য আয়ারল্যান্ডকে পর্যালোচনা করার সুযোগ।

আবেদনের যোগ্যতা-

১. উন্নত একাডেমিক রেজাল্ট; পরিষ্কার ব্যক্তিগত ইমেজ, পেশাগত দক্ষতা এবং সৃজনশীলতায় পারদর্শিতা
২. কমিউনিকেশন স্কিলে দক্ষতা
৩. এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে অংশগ্রহণ (উদাহরণস্বরূপ- মানবিক কাজ, রাজনীতি, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, শিল্পকলা, ক্রীড়া)

আবেদনের শেষ তারিখ: মার্চ ২৬, ২০২১
আবেদন করা যাবে এখানে- https://eurireland.ie/.../government-of-ireland.../

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়