ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাভাবিপ্রবিতে চলমান সব পরীক্ষা স্থগিত  

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
মাভাবিপ্রবিতে চলমান সব পরীক্ষা স্থগিত  

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নোটিসের মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম। 

নোটিশ থেকে জানা যায়, কোভিড ১৯-এর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ৪৫তম একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সব বিভাগের চলমান ও অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে অনলাইন ক্লাসগুলো যথারীতি চালু থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

উল্লেখ্য, আগামী ১৭ মে ২০২১ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে এবং ২৪ মে থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হবে।

মাভাবিপ্রবি/শুভ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়