ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ইবি ছাত্র উপদেষ্টা 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ইবি ছাত্র উপদেষ্টা 

করোনায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে রাজধানীর কল্যাণপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. সাইদুর রহমান স্যারের অবস্থা সংকটাপন্ন। তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বিষয়টিকে ক্রিটিক্যাল বলে মনে করছেন। মধ্য রাতের দিকে তার অক্সিজেন সিচুরেশন খুবই কমে যায়। রক্তচাপও মারাত্মকভাবে কমে যায়। পরে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় ভোরের দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অক্সিজেন ও ফুসফুস একেবারেই কাজ করছিল না।

এর আগে গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত বলে জানা যায়। পরবর্তী সময়ে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন।

ইবি/নাহিদ/মাহি  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়