ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপানিজ ভাষা কোর্সে প্রশিক্ষণের সুযোগ

মো. মঈন উদ্দিন সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১
জাপানিজ ভাষা কোর্সে প্রশিক্ষণের সুযোগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকায় অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানিজ ভাষা কোর্সে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ছয় মাস মেয়াদী এই কোর্সে আসন সংখ্যা ৬০টি ও ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের জন্য রয়েছে সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে চাকরির সুবর্ণ সুযোগ। 

যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হচ্ছে- 

১. আবেদনকারীদের ধাপে ধাপে শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। তিনটি পরীক্ষায় উত্তীর্ণরাই এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রথমবার অকৃতকার্যরা দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। 

২. ন্যূনতম এইচএসসি/সমমান পাস হতে হবে। 

৩. আবেদনকারীদের বয়স ২০-২৮ বছরের মধ্যে হতে হবে। 

৪. পুরুষের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৫৫-৬৫ কেজি হতে হবে। 

ভর্তিফরম বিতরণ শুরু ও জমাদান ২৭ ফেব্রুয়ারি-১০ মার্চ, ২০২১ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে।

শারীরিক পরীক্ষা যথাক্রমে ১৪, ১৫, ১৬ মার্চ সকাল ৯টা থেকে শুরু। লিখিত পরীক্ষা ২০ মার্চ ২০২১, সময়-১০টা, মৌখিক পরীক্ষা ২১ মার্চ, সময়- ৯টা। পরীক্ষার ফল মৌখিক পরীক্ষা শেষে জানিয়ে দেওয়া হবে। 

আরও বিস্তারিত তথ্য জানতে এবং আবেদনের জন্য এখানে ক্লিক করতে পারেন- http://www.bkttcdhaka.gov.bd/oasbkttc/

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়