Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২২ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৯ ১৪২৮ ||  ০৮ রমজান ১৪৪২

শাবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালা কাল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
শাবিতে সমাজকর্ম বিভাগের কর্মশালা কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ কর্তৃক ‘ফিল্ড প্র্যাক্টিক্যাম ইন সোশ্যাল ওয়ার্ক’ শীর্ষক কর্মশালা আগামীকাল হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় আরো উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মেদ।

সার্বিক বিষয়ে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের গুরুত্ব অনেক, তাই প্রত্যেক বছর আমরা এ কর্মশালার আয়োজন করে থাকি। আশা করি এ কর্মশালার ফলে বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’

কর্মশালায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

মাসুদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়