ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইইউবিতে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৪ মার্চ ২০২১   আপডেট: ১২:১৬, ৪ মার্চ ২০২১
ইইউবিতে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ 

নবনিযুক্ত শিক্ষকদের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

এরই অংশ হিসেবে গতকাল ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, চলবে আজ ৪ মার্চ দুপুর ১টা পর্যন্ত। 

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, রেজিস্ট্রার আ ফ ম গোলাম হোসেন, প্রক্টর ড. কাজী বজলুর রহমান, ট্রেজারার মো. মোশারফ হোসাইন সরকার। 

আমন্ত্রিত অতিথি প্রশিক্ষক হিসেবে ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা আলম। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ভূমিকা বিষয়ে অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান। 

এছাড়াও রেজিস্ট্রার আ ফ ম গোলাম হোসেন প্রশাসনিক নিয়মনীতি সম্পর্কে শিক্ষকদের জানান। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, অবস্থান ও নিয়মনীতি সম্পর্কে বলেন প্রক্টর ড. কাজী বজলুর রহমান। 

ইতোমধ্যে বৃহস্পতিবারের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে সকাল ১১টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। এই দিনে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ওবাইদুর রহমান, কো-অর্ডিনেশন ম্যানেজার নাসিমা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান চৌধুরী। 

ইইউবি/যোবায়ের/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়