ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হারানো প্রলাপ

সিদরাতুল মুনতাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৪ মার্চ ২০২১  
হারানো প্রলাপ

হারানো প্রলাপ

তোমাকে আমি কখনো চাইনি তো,
চেয়েছি তোমার ছায়া!
তোমার ছায়া ধরে হেঁটে হেঁটে চলে যাব ওই দূরে…
যেখানে দিগন্ত মিশেছে,
সূর্য আড়াল হয়ে যায়—
মাঝরাতে ওঠে চাঁদ,
হাওয়া দেয় দুলুনি।
ওই বিস্তীর্ণ মাঠ, একটা গাছ, একটা চাঁদ
আর আকাশে রাজি রাজি তারা,
সবটা নিয়ে তোমার ছায়া!

প্রলাপ শুনলে?

দেখলে কেমন রাত্তিরে তোমার ছায়া ধরে রাখলাম,
আবার দিনের বেলায় তোমায় হারালাম!
তখনও তোমার ছায়া পাই,
তবে তা মেঘবৃষ্টির দিনে,
সূয্যি যখন মেঘের আড়ালে রয়
কিন্তু তুমি আশেপাশে রও!

জানো তো,
জলেও তোমার ছায়া পাওয়া যায়,
কিন্তু মুখ ফিরিয়ে আর তোমায় পাই না!
তুমি রও আধো আলোয়,
অস্পষ্ট কিন্তু স্পষ্ট।
স্পর্শ পাওয়া যায়;
কিন্তু কায়া খুঁজে পাই না!
শুনে চমকিও না যেন!

কিছু সময়ে মৃত্যু অনেক আকাঙ্ক্ষিত হয়ে যায়;
বলতে ইচ্ছে হয়,
এমন সুখের মরণ কে না চায়!
আবার হয়ে যাও যখন পর;
মরমে বেঁধে শূল, জীবন উদ্ধার!

সবশেষে—
তুমি ছিলে, আছো,
পরে থাকবে তো?
এভাবেই না হয় থেকো,
আড়ালে তবে স্পষ্ট!

কবি: শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়