ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রবন্ধ গবেষণায় ইবি শিক্ষকের সাহিত্য পুরস্কার লাভ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৪ এপ্রিল ২০২১  
প্রবন্ধ গবেষণায় ইবি শিক্ষকের সাহিত্য পুরস্কার লাভ

সাহিত্য পুরস্কার ‘সাহিত্য দিগন্ত ২০২০’ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। 

রবীন্দ্রবিষয়ক গ্রন্থ ‘অবিনাশী রবীন্দ্রনাথ’ গ্রন্থের জন্য প্রবন্ধ-গবেষণায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 

শনিবার (৩ এপ্রিল) তাকে এ পুরস্কার দেওয়া হয়। 

করোনার প্রকোপ বৃদ্ধি ও লকডাউন ঘোষণার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষ থেকে বিশিষ্ট কবি জায়েদ হোসাইন লাকী পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমির উপ-পরিচালক বাচিক শিল্পী ড. শাহাদাত হোসেন নিপু, গবেষক ড. রহিমা আক্তার কল্পনা, কবি ও গবেষক জিয়াউল হক উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল বলেন, ‘এ পুরস্কার যারা আমাকে দিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরস্কার বরাবরই আমার কর্মস্পৃহাকে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমার কর্মপরিধি আরও বাড়বে বলে আশা করি।’

তিনি বলেন, ‘সামনে সাহিত্যাঙ্গনে নানারকম কাজ করব আশা করি। করোনাকালীন এ পুরস্কার মানুষের কল্যাণে উৎসর্গ হোক। পৃথিবীর আলোর উৎস হোক পৃথিবীর তাবৎ প্রেরণা পুরস্কার।’

উল্লেখ্য, ড. বাকী বিল্লাহ বিকুল এর আগেও ‘বাঙালির কণ্ঠ পুরস্কার ২০১৮’ ও কবিতা রচনার জন্য ‘কবি ওমর আলী’ পুরস্কার লাভ করেন।

নাহিদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়