ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডুয়েটে স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প শুরু

ডুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৬ এপ্রিল ২০২১  
ডুয়েটে স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প শুরু

কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব আয়োজন করছে ফ্লাগশিপ ইভেন্ট ‘কোয়ান্টাম ডট এআই প্রেজেন্টস স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প পাওয়ার্ড বাই সদাগর এক্সপ্রেস’।

সোমবার (৫ এপ্রিল) রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প উদ্বোধন করেন।

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ও দৈনিক নাগরিক ভাবনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম, রিসার্চ অ্যান্ড এক্সটেনশন এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, এমএমই বিভাগের প্রধান ড. আরিফিন কাউসার, কোয়ান্টাম ডট এআই এর ফাউন্ডার ও সিইও হারুন-উর-রশিদ এবং বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখার সেক্রেটারি প্রকৌশলী বিনয় ব্যানার্জী।

অতিথিরা তাদের বক্তব্যে স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্পের যথার্থতা এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের প্রশংসা করেন।

উপাচার্য বলেন, ‘একবিংশ শতাব্দীতে নিজেদের মেধা ও দক্ষতার চিহ্ন রাখতে ছাত্রদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যুক্ত থাকতে হবে। টেকনিক্যাল স্কিলের সঙ্গে সঙ্গে বিভিন্ন সফটস্কিলে দক্ষ হতে হবে। দেশসহ বিশ্বজুড়ে যে কোভিড প্যান্ডেমিক চলছে এমতাবস্থায় সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সব উদ্যোগে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করবে।’

ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের সভাপতি আশরাফুল অ্যাস্ট্রো বলেন, ‘কর্মক্ষেত্রে সফল এমন দেশসেরা স্পিকার এবং মেন্টরদের তত্ত্বাবধানে ৬ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মোট ১০টি সেশনে চলবে এই স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প। বাংলাদেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে এই বুট ক্যাম্পে অংশ নিয়ে নিজেদের স্কিলকে আরও সমৃদ্ধ করতে পারবে।’

এই স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্পের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রিন্টওয়ালা ডটকম ডটবিডি, টেক্সন লিমিটেড এবং এসভিজেড ইঞ্জিনিয়ারিং। গিফট পার্টনার হিসেবে রয়েছে দাঁড়িকমা প্রকাশনী, 

রেজিস্ট্রেশন লিংক- bit.do/DUETCRC_SDBc

ডুয়েট/আশরাফুল/মাহি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়