ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষ্ণচূড়ার আবিরে রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়

সোহান সিদ্দিকী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২১ এপ্রিল ২০২১  
কৃষ্ণচূড়ার আবিরে রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়

চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে লাল, যেন গ্রামের দস্যি মেয়ে লাল পেড়ে শাড়ি পরে বসে আছে প্রিয়জনের অপেক্ষায়। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে লাল-সবুজে। গ্রীষ্মের শুরুতে ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছে এ ফুল ফুটে ভরে গেছে। কৃষ্ণচূড়া ফুলগুলো অপেক্ষা করছে শুধু শিক্ষার্থীদের।    

করোনাভাইরাস মহামারির কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মত দীর্ঘ দিন বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ও। ফলে এক সময়ের সর্বদা প্রাণচাঞ্চল্যে ভরপুর বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার স্পন্দন। তবে এতসব হতাশার মাঝেও নৈসর্গিক সৌন্দর্যের আধারখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে ভুলে যায়নি। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন যেন কৃষ্ণচূড়ার বাহারি রঙের ছোঁয়ায় মাতোয়ারা হয়ে আছে। গ্রীষ্মের এই প্রখর রোদেই কৃষ্ণচূড়ার রঙ-তুলি দিয়ে নিজেকে চোখ জুড়ানো রূপে সাজিয়েছে ইবি। হাঁটতে গিয়ে পথের মধ্যে লাল রঙের ফুলগুলো দেখলেই মনে হবে যেন একটু থেমে চোখ দুটো জুড়িয়ে নেই। মনে হবে সবুজের মাঝে লাল রঙের হাজার জোড়া রঙিন ঝুমকো দোল খাচ্ছে। এমনিভাবেই কৃষ্ণচূড়া তার মোহনীয় সৌন্দর্য নিয়ে ইবি ক্যাম্পাসের টিএসসিসি, স্মৃতিসৌধ, থানা গেট, জিমনেসিয়াম, বিভিন্ন হল, ভবনসহ রাস্তাগুলোর আনাচে-কানাচে ছেয়ে আছে। 

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সনেট শেখ বলেন, ‘দীর্ঘ দিন পর ক্যাম্পাসে গিয়ে সবুজ-লালের সমারোহ দেখে খানিকক্ষণ যেন বিমোহিত হয়ে ছিলাম। বিশ্ববিদ্যালয়জুড়ে কৃষ্ণচূড়া যে রঙ ছড়িয়েছে, তা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কৃষ্ণচূড়া দেখলে আমার মনে হয় এ যেন নীল আকাশের বুকে প্রকৃতির এক রঙিন আলপনা।’ 

‘ক্যাম্পাস খোলা থাকলে হয়ত সবার ফটো অ্যালবাম এখন এই কৃষ্ণচূড়ার ছবিগুলা দিয়ে পূর্ণ থাকতো। জানা নেই কবে আবার মুখরিত হবে আমাদের প্রাণের ক্যাম্পাস, কবে আবার দেখতে পাবো অগ্নিঝরা কৃষ্ণচূড়ার পত্র পল্লব।’

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইবি/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়