ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২০০ অসহায়কে ইফতার ও মাস্ক দিয়েছেন ছাত্রলীগকর্মী আনজির 

মামুনূর রহমান হৃদয় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৭ এপ্রিল ২০২১  
২০০ অসহায়কে ইফতার ও মাস্ক দিয়েছেন ছাত্রলীগকর্মী আনজির 

করোনার সংকটকালীন সময়ে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগকর্মী মুহাম্মদ আনজির হুসাইন।

রমজানের শুরু থেকে প্রতিদিন ২০০ জন ছিন্নমূল ও ভাসমান মানুষকে ইফতার ও মাস্ক দিয়েছেন তিনি। 

আনজির বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও লেখক দাদার নির্দেশনায় উক্ত কর্মসূচি হাতে নিয়েছিলাম। এই অসহায় মানুষ আমার কাছের। তারা আমাকে ভালোবেসে আনজির ভাই বলেন, কেউ আনজির মামা বলেন, আবার কেউ আমাদের নেতাও বলেন। তবে যে যাই বলুক না কেন, তারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসাটাই আমার কাছে বড় পাওয়া। তাদের এই ভালোবাসার টানে সাড়া না দিয়ে আমি থাকতে পারিনি।’

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এত কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা কোথায় পান জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের প্রতি ভালোবাসা থেকেই পেয়েছি। মানুষের জন্য রাজনীতি করি। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কখনো যদি আমার দেশের ভাইয়েরা-বোনেরা অনাহারে অর্ধাহারে থাকেন, তাহলে নিজের সামর্থে যতটুকু পারি ততটুকু এসব ছিন্নমূল মানুষের জন্য করে যাবো, এই আমার প্রত্যাশা।’

ইফতার বিতরণ মুহূর্তে ছিলেন ছাত্রলীগ কর্মী হিমু, ইমরান, তাসকিন, মুন্না, নিলয়, ফাহিম, আসাদ, জনি, আশিক ও শুভসহ অনেকেই।

ঢাকা/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়