Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৪ মে ২০২১ ||  চৈত্র ৩১ ১৪২৮ ||  ০১ শাওয়াল ১৪৪২

ছাত্রলীগ নেতা এনামুলের ইফতার ও মাস্ক বিতরণ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৪ মে ২০২১   আপডেট: ১২:৪৬, ৫ মে ২০২১
ছাত্রলীগ নেতা এনামুলের ইফতার ও মাস্ক বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত ব্যবসায় প্রশাসন অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক তপুর পক্ষ থেকে ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩ মে) বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় এলাকার ছিন্নমূল ও অসহায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
 
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা নানা শ্রেণী-পেশার মানুষকে করোনাকালীন এই দুঃসময়ে সবাইকে ধৈর্য ধারণ এবং নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করতে উৎসাহ দেন।

এনামুল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতো অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মহামারিতে প্রতিটি মানুষকে সুরক্ষিত রাখতে ও সহযোগিতা করতে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের নানারকম কার্যক্রম চলমান রয়েছে।’ 

ছাত্রলীগ নেতা আরও বলেন, ‘আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে অতি দ্রুত আমরা এই মহামারিকে মোকাবিলা করতে পারবো’৷ করোনাকালীন এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী সবার প্রতি আহবান জানান। 

জাককানইবি/ফাহাদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়