ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাড়ে ৩০০ অসহায়ের পাশে ‘স্বপ্নছায়া’ 

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৪ মে ২০২১  
সাড়ে ৩০০ অসহায়ের পাশে ‘স্বপ্নছায়া’ 

মাহে রমজান ও বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে এবার ‘স্বপ্নছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার ও এক বেলার খাবার বিতরণ করেছে।  

১৭, ১৮ ও ১৯ এই তিন রোজার ইফতারে প্রায় সাড়ে ৩০০ অসহায়কে খাবার দেন সংগঠনের সদস্যরা। প্রথম দু’দিন ঢাকায় ও তৃতীয় দিন কুমিল্লা শহরে এই কর্মসূচি পালন করেন তারা। খাবারের মধ্যে ছিল চিকেন বিরানি, খেজুর ও পানি। 

এ ব্যাপারে সংগঠনের সভাপতি নাজমুস সাকিব ও তাসনিম ফেরদৌস বলেন, আমরা সবাই শিক্ষার্থী, সবার হাতখরচের টাকা থেকে আমরা ইফতারের আয়োজন করেছি। আমরা এভাবে সবসময় চাই অসহায়দের পাশে দাঁড়াতে।

উল্লেখ্য, স্বপ্নছায়া একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। অর্ধ শতাধিক উদ্যোমী ও কঠোর পরিশ্রমী সদস্যদের নিয়েই সমাজসেবার কাজ করে যাচ্ছে স্বপ্নছায়া। ভবিষ্যতেও সমাজসেবায় অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

ঢাকা/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়