ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে স্কলারশিপের আবেদনে সময়সীমা বাড়লো

আন্তর্জাতিক ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৫ মে ২০২১  
ভারতে স্কলারশিপের আবেদনে সময়সীমা বাড়লো

ভারতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য দরখাস্ত আহ্বান করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। 

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। বৃত্তির জন্য আবেদনের সময়সীমা ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বর্ধিত করে ৩০ মে ২০২১ পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। 

যেসব বিষয়ে পড়া যাবে

মেডিসিন, প্যারামেডিক্যাল এবং ফ্যাশন কোর্স বাদে যে কোনো বিষয়ে পড়তে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

স্কলারশিপটিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে-

১. আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

২. বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে।

৩. ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে। পরিবারিক ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাইরে থাকার আবেদন গ্রহণযোগ্য হবে না। 

৪. আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন।

৫. ইংরেজির দক্ষতা প্রমাণে ৫০০ শব্দের মধ্যে একটি ইংরেজিতে প্রবন্ধ লিখে জমা দিতে হবে শিক্ষার্থীদের। পাশাপাশি যদি TOFEL-IELTS স্কোর থাকে, তাহলে সেগুলোর কাগজপত্রও জমা করতে হবে।  

৬. আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। কাগজপত্রসমূহ ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে, নতুবা সেগুলো গ্রহণ করা হবে না।

৭. আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিক্যাল বীমা করানো বাধ্যতামূলক।

যেভাবে আবেদন করবেন

আবেদন করতে আইসিসিআরের ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে। বিস্তারিত জানতে  অফিসিয়াল ওয়েবসাইট- http://a2ascholarships.iccr.gov.in/  

যে কোনো প্রয়োজনে যোগাযোগ

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

সাব্বির/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়