ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নোবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার নেওয়ার পরিকল্পনা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৯ মে ২০২১  
নোবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার নেওয়ার পরিকল্পনা

করোনা পরিস্থিতিতে সেশনজট এড়াতে অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। ঈদের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

সেশনজট এড়াতে অনলাইনে সেমিস্টার নিয়ে ৮ মে নোবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজিত ফেসবুক লাইভে এগুলো জানান বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্যরা।

এসময় ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, আইআইএস-এর ডিরেক্টর প্রফেসর ড. ফিরোজ আহমেদ। লাইভের সঞ্চালনা করেন নোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান।

অতিথিরা জানান, করোনা পরিস্থিতিতে সেশনজট এড়াতে ইউজিসি অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্ত মেনে নোবিপ্রবিতে অনলাইনে পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

অনলাইনে সেমিস্টারের পদ্ধতির বিষয়ে অতিথিরা বলেন, উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষায় যে ধরনের পদ্ধতি ফলো করা হয়, সেগুলো নিয়ে মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের শত ভাগ উপস্থিতি নিশ্চিত ও নেটওয়ার্ক জনিত সমস্যা ও ডিভাইস জনিত সমস্যা এড়াতে শিক্ষার্থীদের সুবিধার বিষয় গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন তারা। এছাড়াও লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক ক্লাস-পরীক্ষার বিষয়ে ও একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে ৫ মে নোবিপ্রবিসাস আয়োজিত ফেসবুক লাইভে অনলাইন পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার উল আলম।

ফাহিম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়