ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিআইইউতে বিকাল ৩টায় আন্তর্জাতিক ওয়েবিনার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৭ মে ২০২১  
ডিআইইউতে বিকাল ৩টায় আন্তর্জাতিক ওয়েবিনার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘রোল অব ভার্চুয়াল ক্লাসরুম ইন এডুকেশন’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে৷ 

বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা অংশগ্রহণ করতে পারবেন বলে নিশ্চিত করা হয়৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ও বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক জেসমিন পারভীন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ ও (আইকিউএসি) পরিচালক সিরাজুল ইসলাম প্রধান স্বাগত বক্তব্য দেবেন। 

ওয়েবিনারের পৃষ্ঠপোষকতায় থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী (এমপি)।

এছাড়া উপস্থিত থাকবেন ভারতের পোট পাটিল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. অজয় বি গাদিচা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আই.কিউ.এ.সি) উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ডিআইইউ/মুছা/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়