ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু ১৩ জুন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২ জুন ২০২১  
নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু ১৩ জুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু হবে।

বুধবার (২ জুন) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত জানানো হয়।

এসময় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, ১৩ জুন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে কোর্স সম্পন্ন হওয়া পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে, সব বিভাগ কোর্স শেষ হওয়া পরীক্ষা গ্রহণ করতে পারবে। 

পরীক্ষা গ্রহণের সময় প্রস্তুত থাকবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল খোলা হবে না কিন্তু ব্যবস্থা থাকবে পরিবহন সেবার। বিভাগের চাহিদা অনুযায়ী পরীক্ষার সময় পরিবহন সুবিধা প্রদান করবে পরিবহন দপ্তর। 

আগের অনুষ্ঠিত এবং আসন্ন পরীক্ষাগুলোর দ্রুত ফলাফল প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে। চলমান লকডাউন শেষে দপ্তরগুলোকে নিয়ম মেনে চালু করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

পরীক্ষা গ্রহণের আগেই বিভাগের অভ্যন্তরীণ সংস্কার কাজের সমাপ্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার দপ্তরকে।

জাককানইবি/ফাহাদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়