ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হল বন্ধ রেখে রাবিতে সশরীরে পরীক্ষা শুরু ২০ জুন

আশিক ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৩ জুন ২০২১   আপডেট: ১৫:৫০, ৩ জুন ২০২১
হল বন্ধ রেখে রাবিতে সশরীরে পরীক্ষা শুরু ২০ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল বন্ধ রেখে ২০১৯ সালের স্থগিত পরীক্ষা আগামী ২০ জুন সশরীরে শুরু হবে। একইসঙ্গে ২০২০ সালের পরীক্ষা ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, আগামী ২০ জুন থেকে ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো সশরীরে শুরু হবে। ২০২০ সালের পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। তবে বিভাগ কবে নেবে সেটা তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে।

হল খোলার বিষয়ে জানতে চাইলে ভিসি আনন্দ কুমার সাহা বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে, তাদের একটা বর্ষকে আমরা আমন্ত্রণ জানাবো। তাদের পরীক্ষা শেষ করে আরেকটা বর্ষকে নিয়ে আসা হবে। এভাবে পর্যায়ক্রমে পরীক্ষা শেষ করা হবে।

রাবি/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়