ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জবিতে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু ১০ আগস্ট

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৩ জুন ২০২১   আপডেট: ১৭:৩৫, ১৩ জুন ২০২১
জবিতে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু ১০ আগস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে। তবে কোরবানির ঈদের আগে অর্থাৎ ১৮ জুলাইয়ের মধ্যে চলমান বর্ষের প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা শেষ করতে হবে। এর মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত অনলাইনে রিভিউ ক্লাস চলবে।

রোববার (১৩ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। একাডেমিক কাউন্সিলের এক অনলাইন মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা।

কামালউদ্দীন আহমদ বলেন, ‘সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু করোনা বেড়ে গেছে, আমরা কোনো শিক্ষার্থীকে ঢাকায় এনে বিপদে ফেলতে চাই না। চূড়ান্ত পরীক্ষাগুলো সব ১০ আগস্ট থেকে শুরু হবে, কিন্তু দুই সেমিস্টারের মিড, অ্যাসাইনমেন্ট যেভাবে শিক্ষার্থীবান্ধব হয়, অনলাইনে শিক্ষকরা ১৮ জুলাইয়ের মধ্যে তা নিয়ে শেষ করবেন। ২৯ জুনের আগে ভর্তি পরীক্ষার ফ্রম ফিলাপ কার্যক্রম শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ রোববার নোটিশ দিয়ে দেবে, আর পরীক্ষার ফি, সেমিস্টার ফি এসব অনলাইনে নেওয়া হবে। সেমিস্টার ফাইনাল ব্যতিত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।’

উপাচার্য বলেন, ‘আমাদের পরীক্ষা শুরু হবে আগস্টের ১০ তারিখ। একটু পর প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস এবং মিড পরীক্ষা নেবেন। আর সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহে সশরীরে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা অনেকটাই করোনার পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকবো।’

ক্লাস-পরীক্ষার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘১৮ জুলাইয়ের মধ্যে প্রথম সেমিস্টারের মিড, অ্যাসাইনমেন্ট অনলাইনে নেওয়া হবে এবং এর মধ্যেই রিভিউ ক্লাস শেষ করতে হবে। ১০ আগস্ট থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। এরপর কমপক্ষে ১৫ দিন, সর্বোচ্চ ৩ সপ্তাহ সময় দিয়ে দ্বিতীয় সেমিস্টারের মিড, রিভিউ ক্লাস, অ্যাসাইনমেন্ট হবে। তারপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও সশরীরে নেওয়া হবে।’

এ ব্যাপারে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমি বলেন, ‘ঈদের বন্ধের আগে সব মিডটার্ম পরীক্ষা হবে। এরপর রিভিউ ক্লাস হবে এবং ঈদের পর আগস্টের ১০ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে।’

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

সৌদিপ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়