Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা স্থগিত

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৫ জুন ২০২১  
হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা স্থগিত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ১৫ জুন থেকে ২১ জুন লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই লকডাউনের কারণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সশরীরে চলমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সদর উপজেলায় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষিত এলাকার মধ্যে সব রকমের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। ফলে এসময়ে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল ১০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা মেসে কিংবা বাসায় থেকে পরীক্ষায় অংশ নেবেন।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কয়েকটি বিভাগের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছিল এবং ইতোমধ্যে ১৩ জুন ভেটেরিনারি অনুষদ ও পরিসংখ্যান বিভাগের সশরীরে পরীক্ষা হয়েছে।

সোয়াদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়